Wellcome to National Portal

যথাযোগ্য মর্যাদায় বিগত ০৪ নভেম্বর ২০২৩ রোজ শনিবার যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী ৫২ তম জাতীয় সমবায় দিবস ২০২৩ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয়: “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ”

উপজেলা সমবায় কার্যালয়, চারঘাট, রাজশাহীর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন সমূহ

উপজেলা সমবায় কার্যালয়, চারঘাট রাজশাহী  এর কর্মসম্পাদনের সার্বিক চিত্র ও বিগত ০৩ বৎসরের অর্জিত সাফল্য :

 

সমবায়কে স্মার্ট করার জন্য সমবায় অধিদপ্তরের কাজের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে উপজেলা সমবায় কার্যালয়, চারঘাট, রাজশাহী বিগত তিন বছরের উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে । কর্মকর্তাগণের উদ্ভাবনী প্রয়াসের ফলে সমবায়কে আরও গণমানুষের সংগঠনে পরিণত করতে ও এর গুণগত মান উন্নয়নে এ বিভাগে উৎপাদনমুখী ও টেকশই সমবায় গঠন, সমবায় উদ্যোক্তা সৃষ্টির কৌশল অবলম্বন, সমবায় পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে সহায়ক ভূমিকা পালন করতে সক্ষম হয়। বিগত তিন বছরে মোট ৩৫ টি নতুন সমবায় সমিতি গঠন এবং ৫৫০ জন কে নতুনভাবে সমবায়ে সদস্যভুক্ত করা হয়েছে।   বিগত ০৩(তিন) বছরে ভ্রাম্যমাণ টিমের মাধ্যমে ৩৫০ জন সমবায়ীকে চাহিদা ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও ঋণ প্রদানের মাধ্যমে ৭৫ জনের স্ব-কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ‘রূপকল্প ২০৪১’, ‘এসডিজি’ অর্জন এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনার আলোকে সমবায় অধিদপ্তর কর্তৃক গৃহীত উন্নয়ন প্রকল্পের কিছু কার্যক্রম এ বিভাগে বাস্তবায়ন করা হচ্ছে। বাস্তবায়িত ও চলমান এ সকল প্রকল্পগুলোর মাধ্যমে বিগত ০৩ বছরে ৮২ জন গ্রামীণ মহিলা ও বেকার যুবককে স্বাবলম্বী করা হয়েছে। বিগত ০৩ বছরে অডিট ফি বাবদ ৬০২৫০/-(ষাট হাজার দুইশত পঞ্চাশ) টাকা  ও সমবায় উন্নয়ন তহবিল বাবদ ২০০৭৬/-(বিশ হাজার ছিয়াত্তর ) টাকা সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর দপ্তরের আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৬৭০ টি হতদরিদ্র পরিবারকে পুর্নবাসিত করা হয়েছে এবং তাদের কর্মসংস্থানের জন্য ৪২ (বিয়াল্লিশ) লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। অন্যদিকে সমবায়ীদের উৎপাদিত পন্য বাজারজাতকরন ও ন্যার্যমুল্য নিশ্চিত করনে বিগত আর্থিক বছেরে কালুহাটি পাদুকা শিল্প মালিক সমবায় সমিতি লি:এর ৬৪ জন সদস্যকে বাংলাদেশ সমবায় ব্যাংক থেকে জনপ্রতি ৫০০০০/-(পঞ্চাশ ) হাজার টাকা করে ঋণ দেওয়া হয়েছে। ঋণ আদায় চলমান আছে।